শেখ হাসিনা প্রথম থেকেই যেভাবে দমন-নির্যাতন চালিয়ে এসেছে তার পরিপ্রেক্ষিতে বিএনপির পিঠ অনেক আগেই দেয়ালে ঠেকে গেছে। তা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথেষ্ট নমনীয়তা দেখিয়েছেন। সাম্প্রতিক ৬০ ঘণ্টার হরতালের আগে পর্যন্ত বলতে গেলে কোনো আন্দোলনই করেনি বিরোধী দল। অন্যদিকে সরকার শুধু দমন-নির্যাতন ও গ্রেফতারের অভিযানই চালাচ্ছে না, সাধারন মানুষের সঙ্গে প্রতারণাও করছে।
দুইদিন অবরুদ্ধ থাকার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির ওয়াসার পানির সংযোগ বন্ধ করে দিয়েছে ঢাকা ওয়াসা। এর আগে টেলিফোন লাইন কেটে দিয়েছ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পানির লাইনের সংযোগ বিছিন্ন করা হয় বলে ঢাকা ওয়াসার একটি সূত্র নিশ্চিত করেছে। বাকশালের পর মুজিবের ভাতে মারবো , পানিতে মারবো বক্তব্যও কার্যকর হতে চলেছে ।
সকল দেশপ্রেমিক নাগরিকদের কে খেয়াল করার অনুরোধ করছিঃ ----------------------------------------------------------------- খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হতে পারেন খালেদা জিয়া। সকল ইণ্টারনেট কানেকশন সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনা চলছে। যথা সম্ভব সবাই ফোনে বা অন্য যেকোন ভাবে একে অপরের সাথে যোগাযোগ অব্যাহত রাখুন। যে কোন প্রকার পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর উপর সর্বোচ্ছ আস্থা রাখুন।
খালেদা জিয়ার ভয় নাই,রাজ পথ ছাড়ি নাই, বেগম জিয়ার কিছু হলে আগূন জ্বলবে সারা দেশে. আরো হরতাল আর অবরোধ চাই,আমরা ছাত্র দল অপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত,অসহোযোগ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী নাস্তিক সরকারের পতন গটিয়ে, বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শে উজ্জিবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এবং ১৮ দলীয় জোটকে নির্বাচিত করে, বাংলাদেশের বহুদলীয় শাসন ব্যবস্তা কায়েম করতে হবে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্টা করতে হবে.
তারেক পরিষদ এর বর্তমান কেন্দ্রীয় কমিটি ভাঙ্গে আসতেছে দিয়ে নুতন কমিটি
তারেক
পরিষদ এর কার্যক্রম কে আরও গতিশীল করতে এবং দেশ নায়ক তারেক রহমান কে দেশে
ফিরয়ে আনতে খুব দ্রুত বর্তমান তারেক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাঙ্গে
দিয়ে নুতন কমিটি আসতেছে। দক্ষ মেধাবী পরিশ্রমী সৎ এবং ত্যাগী নেতাদের দিয়ে
এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তারেক পরিষদ এর একাধিক নীতিনিধারক।
তারেক পরিষদ এর সভাপতি সভাপতি প্রকৌশলী মাহামুদুল হাসান বাবু
বলেন আগের কমিটির নিষ্ক্রিয় সদস্য দের বাদ দিয়ে নুতন পরিশ্রমী নেতা দের
সুযোগ করে দিতে এই সিধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক প্রিন্স আহামেদ
ইমরান বলেন সভাপতি এবং সাধারন সম্পাদক পদে আসতেছে নুতন মুখ কেন্দ্রীয়
বিএনপির এক প্রভাবশালী নেতা হতে যাচ্ছে তারেক পরিষদ এর নুতন সভাপতি।এবং
সারা দেশে ত্যাগী নেতা দের দিয়ে গঠন করা হবে নুতন কমিটিতে। বর্তমান কমিটির
অনেকে আছে আমাদের ব্ল্যাক লিস্টে যারা পদ পদবী ধরে রেখেছে দীর্ঘদিন ধরে কোন
কাজ করে না এই সমস্ত নেতাদের কে বাদ দেয়া হবে আবার এর কমিটি থেকে।এই বিষয়ে
তারেক পরিষদ এর দপ্তর সম্পাদক বলেন যে আবার এর কমিটি হবে মাঠের নেতা দের
নিয়ে। ইতি মধ্যে কাজ সুরু হয়েছে। আপনারা যে কোন প্রয়োজনে আমাদের হট লাইন
০১৯৩৩-৯৭৪১১৪ এই নাম্বারয়ে যোগাযোগ করতে পারেন।
view
view
Subscribe to:
Posts (Atom)