Pages

আজ ভোরে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা-সিলেট মহাসড়কের বাশেরপুলের মাতুয়াইল স্থানিয় ওয়ার্ড আওয়ামী কার্যালয়ে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে দুবৃত্তরা।

আওয়ামী দলিও নির্বাচনে বিএনপির না...

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিনে ঝিনাইদহে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশসহ ৭ জন আহত, ১ জন প্রিকেটার গ্রেফতার।

সালমানের বোনের শোরুমে ক্যাটরিনা

ভালো নেই ইউকের অভিবাসীরা

http://ukbdnews.com/uk/9619-2013-11-09-22-28-56.html

শেখ হাসিনার মন জয় করার জন্যে যশোরে আ’লীগের দু গ্রুপের সশস্ত্র মহড়ার প্রস্তুতি

শেখ হাসিনা প্রথম থেকেই যেভাবে দমন-নির্যাতন চালিয়ে এসেছে তার পরিপ্রেক্ষিতে বিএনপির পিঠ অনেক আগেই দেয়ালে ঠেকে গেছে। তা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথেষ্ট নমনীয়তা দেখিয়েছেন। সাম্প্রতিক ৬০ ঘণ্টার হরতালের আগে পর্যন্ত বলতে গেলে কোনো আন্দোলনই করেনি বিরোধী দল। অন্যদিকে সরকার শুধু দমন-নির্যাতন ও গ্রেফতারের অভিযানই চালাচ্ছে না, সাধারন মানুষের সঙ্গে প্রতারণাও করছে।

অবশেষে মুক্তি পেল পিলখানা সেই নিষিদ্ধ গান

পিলখানার জঘন্য হত্যাকান্ডের বিষয়বস্তু নিয়ে গত ৫ বছর আগে এক হৃদয়স্পর্শী গান গেয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জীবনমুখী ও সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। তার এ গান সাম্প্রতি অনলাইনে প্রচার করা হয়েছে

হরতাল চলছে..................

ব্রান্ক্ষানবাড়িয়ায় দুইশতাধিক আওমীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন

রাজপথে থাকার নির্দেশ দেশনেত্রী বেগম খালেদাজির

ALLAH AI DESH K TUMI TUMER GAIBI SOKTI DIA HEFAJOT KORO.DESHER SOMOSTO MANUSH K HEFAJIT KORO.AMEEN

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছেন যে তারা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে ক্ষমতায় দেখতেই ‘বেশি স্বাচ্ছন্দ্যবোধ’ করেন

মিরপুর কলেজ ছাএদলের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আহত ১

গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার আওয়ামীলীগ নীপাত যাক।

ইতিহাসের সত্য ইতিহাস

রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার টানা ৪ দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।

দলের ৫ শীর্ষনেতাকে গ্রেফতারের প্রতিবাদে ৩ দিনের হরতালকে বাড়িয়ে ৪ দিন করা হয়েছে।

প্রায় পোনে ৯ ঘন্টা পর বেগম জিয়ার বাসায় পানি সরবরাহ স্বাভাবিক হয়েছে।আজ সকাল থেকে পানি সরবরাহ বন্ধ ছিল

বিরোধী নেতা কর্মীদের ঢালাও গ্রেফতার মানবতাবিরোধী : ড.মিজান

দুইদিন অবরুদ্ধ থাকার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির ওয়াসার পানির সংযোগ বন্ধ করে দিয়েছে ঢাকা ওয়াসা। এর আগে টেলিফোন লাইন কেটে দিয়েছ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পানির লাইনের সংযোগ বিছিন্ন করা হয় বলে ঢাকা ওয়াসার একটি সূত্র নিশ্চিত করেছে। বাকশালের পর মুজিবের ভাতে মারবো , পানিতে মারবো বক্তব্যও কার্যকর হতে চলেছে ।

আওয়ামী লীগের ধানমণ্ডি অফিসের সামনে বিস্ফোরণ ...

কেউ গুজবে কান দিবেন না । আপোসহীন নেত্রী বেগম খালেদা গ্রেফতারকে ভয় পায়না । যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য সবাই প্রস্তুত থাকুন । আল্লাহ আমাদের সহায় হোন ।।

এই মুহূর্তে বগুড়া শহরের চেলোপাড়া রেলব্রীজে আগুন লাগিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।

সকল দেশপ্রেমিক নাগরিকদের কে খেয়াল করার অনুরোধ করছিঃ ----------------------------------------------------------------- খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হতে পারেন খালেদা জিয়া। সকল ইণ্টারনেট কানেকশন সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনা চলছে। যথা সম্ভব সবাই ফোনে বা অন্য যেকোন ভাবে একে অপরের সাথে যোগাযোগ অব্যাহত রাখুন। যে কোন প্রকার পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর উপর সর্বোচ্ছ আস্থা রাখুন।

ম্যাডাম জিয়ার বাসার আশেপাশে পুলিশের পাশাপাশি র‍্যাব মোতায়েন

খালেদা জিয়ার ভয় নাই,রাজ পথ ছাড়ি নাই, বেগম জিয়ার কিছু হলে আগূন জ্বলবে সারা দেশে. আরো হরতাল আর অবরোধ চাই,আমরা ছাত্র দল অপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত,অসহোযোগ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী নাস্তিক সরকারের পতন গটিয়ে, বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শে উজ্জিবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এবং ১৮ দলীয় জোটকে নির্বাচিত করে, বাংলাদেশের বহুদলীয় শাসন ব্যবস্তা কায়েম করতে হবে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্টা করতে হবে.

অতীতেও বিএনপি'র শ্বীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের করে বিএনপি'কে ধংস করার ষরযন্ত্র হয়েছিল।কিন্তু সফল হয়্নি।এই বাকশালী সরকার ও সফল হবেনা ইনশাল্লাহ

হরতাল আরও একদিন বাড়ল

বিএনপির পাঁচ নেতা কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

তারেক পরিষদ এর বর্তমান কেন্দ্রীয় কমিটি ভাঙ্গে আসতেছে দিয়ে নুতন কমিটি

তারেক পরিষদ এর কার্যক্রম কে আরও গতিশীল করতে এবং দেশ নায়ক তারেক রহমান কে দেশে ফিরয়ে আনতে খুব দ্রুত বর্তমান তারেক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাঙ্গে দিয়ে নুতন কমিটি আসতেছে। দক্ষ মেধাবী পরিশ্রমী সৎ এবং ত্যাগী নেতাদের দিয়ে এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তারেক পরিষদ এর একাধিক নীতিনিধারক। তারেক পরিষদ এর সভাপতি সভাপতি প্রকৌশলী মাহামুদুল হাসান বাবু বলেন আগের কমিটির নিষ্ক্রিয় সদস্য দের বাদ দিয়ে নুতন পরিশ্রমী নেতা দের সুযোগ করে দিতে এই সিধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক প্রিন্স আহামেদ ইমরান বলেন সভাপতি এবং সাধারন সম্পাদক পদে আসতেছে নুতন মুখ কেন্দ্রীয় বিএনপির এক প্রভাবশালী নেতা হতে যাচ্ছে তারেক পরিষদ এর নুতন সভাপতি।এবং সারা দেশে ত্যাগী নেতা দের দিয়ে গঠন করা হবে নুতন কমিটিতে। বর্তমান কমিটির অনেকে আছে আমাদের ব্ল্যাক লিস্টে যারা পদ পদবী ধরে রেখেছে দীর্ঘদিন ধরে কোন কাজ করে না এই সমস্ত নেতাদের কে বাদ দেয়া হবে আবার এর কমিটি থেকে।এই বিষয়ে তারেক পরিষদ এর দপ্তর সম্পাদক বলেন যে আবার এর কমিটি হবে মাঠের নেতা দের নিয়ে। ইতি মধ্যে কাজ সুরু হয়েছে। আপনারা যে কোন প্রয়োজনে আমাদের হট লাইন ০১৯৩৩-৯৭৪১১৪ এই নাম্বারয়ে যোগাযোগ করতে পারেন।
view 

হরতাল চলছে