তারেক
পরিষদ এর কার্যক্রম কে আরও গতিশীল করতে এবং দেশ নায়ক তারেক রহমান কে দেশে
ফিরয়ে আনতে খুব দ্রুত বর্তমান তারেক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাঙ্গে
দিয়ে নুতন কমিটি আসতেছে। দক্ষ মেধাবী পরিশ্রমী সৎ এবং ত্যাগী নেতাদের দিয়ে
এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তারেক পরিষদ এর একাধিক নীতিনিধারক।
তারেক পরিষদ এর সভাপতি সভাপতি প্রকৌশলী মাহামুদুল হাসান বাবু
বলেন আগের কমিটির নিষ্ক্রিয় সদস্য দের বাদ দিয়ে নুতন পরিশ্রমী নেতা দের
সুযোগ করে দিতে এই সিধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক প্রিন্স আহামেদ
ইমরান বলেন সভাপতি এবং সাধারন সম্পাদক পদে আসতেছে নুতন মুখ কেন্দ্রীয়
বিএনপির এক প্রভাবশালী নেতা হতে যাচ্ছে তারেক পরিষদ এর নুতন সভাপতি।এবং
সারা দেশে ত্যাগী নেতা দের দিয়ে গঠন করা হবে নুতন কমিটিতে। বর্তমান কমিটির
অনেকে আছে আমাদের ব্ল্যাক লিস্টে যারা পদ পদবী ধরে রেখেছে দীর্ঘদিন ধরে কোন
কাজ করে না এই সমস্ত নেতাদের কে বাদ দেয়া হবে আবার এর কমিটি থেকে।এই বিষয়ে
তারেক পরিষদ এর দপ্তর সম্পাদক বলেন যে আবার এর কমিটি হবে মাঠের নেতা দের
নিয়ে। ইতি মধ্যে কাজ সুরু হয়েছে। আপনারা যে কোন প্রয়োজনে আমাদের হট লাইন
০১৯৩৩-৯৭৪১১৪ এই নাম্বারয়ে যোগাযোগ করতে পারেন।
view
No comments:
Post a Comment